Home সংবাদসিটি টকস যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি,’ বিস্ফোরক Sovandeb

যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি,’ বিস্ফোরক Sovandeb

যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি। মেরে মুখ ফাটিয়ে দিই।' এবার বিরোধীদের উদ্দেশ্যে বললেন তৃণমূল কংগ্রেসের বর্ষার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:’যখন কেউ আমাকে চোর বলে, আমার মনে হয় এক ঘুষি মারি। মেরে মুখ ফাটিয়ে দিই।’ এবার বিরোধীদের উদ্দেশ্যে বললেন তৃণমূল কংগ্রেসের বর্ষার নেতা শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি আরও বলেন,’ কারও কোনও ক্ষমতা-ই নেই যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে কাদা ছেটায়। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে কোনও লাভ নেই। ‘

কয়লাপাচার, গোরুপাতার থেকে এসএসসি দুর্নীতি, নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর। ইতিমধ্যেই এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে গোরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।

Topics

Sobhandeb Chatterjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment