Home সংবাদসিটি টকস বীরভূমে লোকসভা নির্বাচনের কমিটি ভেঙে দিলেন মমতা, সরানো হল কাজল শেখ কে

বীরভূমে লোকসভা নির্বাচনের কমিটি ভেঙে দিলেন মমতা, সরানো হল কাজল শেখ কে

by Web Desk
বীরভূমে লোকসভা নির্বাচনের কমিটি ভেঙে দিলেন মমতা, সরানো হল কাজল শেখ কে

লোকসভা নির্বাচনের আগে বড়সড় বদল আনল তৃণমূল সুপ্রিমো

লোকসভা নির্বাচনের আগে বড়সড় বদল আনল তৃণমূল সুপ্রিমো।  বীরভূমে ৯ জনের কোর কমিটির পরিবর্তে এবার ৫ জনের উপর সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল। এমনকী সরানো হল কাজল শেখ কেও।

উল্লেখ্য গরুপাচার মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেগতার হাওয়ার পর থেকে নতুন দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ। তাঁকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল কোর কমিটি। যার পর থেকেই গোটা বীরভূমে চলছিল তারই রাজত্ব। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাঁকে সেই কমিটি থেকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠকে ৯ জনের পরিবর্তে পাঁচজনের কমিটি গঠন করা হয়। যেখানে থাকছেন অভিজিৎ সিনহা, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত, আশিস বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। কাজলের পাশাপাশি কমিটি থেকে বাদ পড়লেন বিশ্ববিজয় মাড্ডি এবং দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল। কাজলের কাজ নিয়ে একাধিক অভিযোগ ওঠে বলে জানা যায়। জেলার বিধায়কদের থেকে একাধিক অভিযোগ পেয়েছিলেন মমতা। তারপরই এহেন সিদ্ধান্ত। কাজলকে আপাতত নানুর ও কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

কাজল শেখকে রীতিমতো ধমক

বিশ্বভারতী কাণ্ডে চেয়ার ছেড়ে ওঠা মনে করিয়ে এদিন কাজল শেখকে রীতিমতো ধমকের সুরে তৃণমূল সুপ্রিমো বলেন, “তুমি কত বড় নেতা যে চেয়ার ছেড়ে উঠে গেলে? তুমি শুধু জেলা পরিষদের সভাধিপতি। গোটা বীরভূম দাপিয়ে বেড়ানোর দরকার নেই। জেলার একটা কোর কমিটি করে দেওয়া হল। সেখানে আপাতত তোমার থাকার দরকার নেই। প্রয়োজন হলে তোমায় নেওয়া হবে।”

চব্বিশের ভোটের আগে বিভিন্ন জেলার সংগঠনের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করছেন মমতা। ইতিমধ্যেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিবাদাবাদ জেলা সংগঠনের বৈঠকে ছিলেন তিনি। মঙ্গলবার কালীঘাটের অফিসে বীরভূম জেলা সাংগঠনিক বৈঠক ছিল। যদিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ড্রাফটিংয়ের কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি বলে জানান মমতা।

Related Articles

Leave a Comment