কলকাতা টুডে ব্যুরো:আগামী ৩ রা জুন প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। সকাল ৯টায় প্রকাশিত হবে ফল। জানালো মধ্যশিক্ষা পর্যদ। সকাল ১০টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফল। মোট ১৪টি ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে।
কোভিড কালে গতবছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবছর পরিস্থিতির সামান্য উন্নতি হতেই সরাসরি পরীক্ষা কেন্দ্র গিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও প্রতি ক্ষেত্রেই কঠোরভাবে মানা হয় কোভিড বিধি। এবার সেই কারণই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে পড়ুয়াদের মধ্যে।
আরও পড়ুনঃ তাপমাত্রা আরও বাড়বে, কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস
এই রাজ্যে এবার প্রায় ১১ লক্ষের বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে৷ ১৬ মার্চ ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা৷চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রসঙ্গত এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫০ হাজারেরও বেশি অর্থাৎ রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী।