Home সংবাদবর্তমান আপডেট দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে,’Sanjay Raut গ্রেফতারির প্রসঙ্গে মন্তব্য Dilip Ghosh-এর

দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে,’Sanjay Raut গ্রেফতারির প্রসঙ্গে মন্তব্য Dilip Ghosh-এর

by Kolkata Today

‘কলকাতা টুডে ব্যুরো:ইডি-র গ্রেফতারির পর এবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে মুম্বই পুলিশের এফআইআর। পত্র চাওল জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগে ভাকোলা থানায় শিবসেনা মুখপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হুমকির অডিও ক্লিপ ভাইরাল।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সারা দেশজুড়ে শুদ্ধিকরণের কাজ চলছে। যারা যারা লুটও করত, চোটপাটও দেখাত। কেন দেখাত সেটা তো এখন বোঝাই যাচ্ছে। কোনও দল বিশেষে নয়। যারা যারা  এই ধরনের কাজের সঙ্গে জড়িত এমন তথ্য পেয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করছে। প্রয়োজনে আরও হবে।”

আগেই গ্রেফতার করেছে ইডি। এবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে এফআইআর করল মুম্বই পুলিশও। পত্র চাওল জমি-দুর্নীতি মামলার সাক্ষী স্বপ্না পাটকারকে হুমকির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের ভাকোলা থানায় শিবসেনা মুখপাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হুমকির একটি অডিও ক্লিপটিও ভাইরাল হয়েছে।

Topics

Maharashtra ED  Sanjay Raut Dilip Ghosh Shiv Sena BJP ,Administration Kolkata

Related Articles

Leave a Comment