Home সংবাদসিটি টকস ‘কেষ্টকে গ্রেফতার করলেন কেন?’Anubrata প্রসঙ্গে সরাসরি প্রশ্ন Mamata-র

‘কেষ্টকে গ্রেফতার করলেন কেন?’Anubrata প্রসঙ্গে সরাসরি প্রশ্ন Mamata-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:কেষ্টকে গ্রেফতার করলেন কেন? বেহালার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেন ?”কি করেছিল কেষ্ট? যতবার নির্বাচন হয়েছে ওকে আপনারা ঘর-বন্দী করে রেখে দিয়েছেন। ”

“কেষ্টকে জেলে আটকালে কি হবে? গত দু’বছর ধরে কেষ্ট তার স্ত্রী অসুস্থ তার জন্য অনেক কষ্টে ছিল। কেষ্ট কোনদিনই কিছু চায় না ও বিধায়ক হতে চায় না ও সংসদ হতে চায় না।” এই ভাষাতেই এদিন অনুব্রত মণ্ডলের পাশে রয়েছেন মমতা তা স্পষ্টই বার্তা দিলেন।

Topics

Mamata Banerjee  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment