Home সংবাদবর্তমান ঘটনা রাজ্যে আরও ৭টি নতুন জেলার ঘোষণা করলেন Mamata Banerjee

রাজ্যে আরও ৭টি নতুন জেলার ঘোষণা করলেন Mamata Banerjee

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্যে আরও ৭টি নতুন জেলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি সোমবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানালেন আগামী ৩ অগাস্ট বিকেল চারটায় মন্ত্রিসভায় বদলের ঘোষণা করা হবে। কয়েকজন নতুন মন্ত্রীদের নিয়ে আসা হবে মন্ত্রিসভায় বলে জানা যাচ্ছে। মন্ত্রীসভার কয়েকজনকে দলের কাজে লাগানো হবে বলি এদিন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজ্যের নতুন সাতটি জেলা হল-

বিষ্ণুপুর (বাঁকুড়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)

বহরমপুর-জঙ্গিপুর (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)

কান্দি (মুর্শিদাবাদ জেলা ভেঙে তৈরি হচ্ছে)

সুন্দরবন (দক্ষিণ ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)

ইছামতী (উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)

বসিরহাট (উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে তৈরি হচ্ছে)

রানাঘাট (নদিয়া জেলা ভেঙে তৈরি হচ্ছে)

মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। জানিয়ে দিলেন মমতা। এখন মন্ত্রিসভায় কয়েকজন রয়েছেন যাঁদের দলের কাজে লাগানো হবে। অন্যদিকে বেশ কয়েকজনকে নতুন করে নিয়ে আসা হবে মন্ত্রিসভায়, জানালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যা। তিনি বলেন, ‘কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই। সুব্রত মুখোপাধ্যায়, সাধন পাণ্ডের প্রয়াণে মন্ত্রিসভার রদবদল হবে।’

 

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment