Home সংবাদসিটি টকস G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী

G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দিতেই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী

চারদিনের সফরে সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি ২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক রয়েছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো : চারদিনের সফরে সোমবার দুপুর ১২টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জি ২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠক রয়েছে। আর সেই বৈঠকেই ডাক পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন  বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনে জি২০-র প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে। এই সফরে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাত করবেন  মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই সফর রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনও বৈঠক হবে না। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একথা স্পষ্ট জানিয়েছেন মমতা।
এদিন কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আজ প্রধানমন্ত্রী জি২০ নিয়ে বৈঠক ডেকেছেন। আমাদের এখানেও ৩-৪টে ভেন্যু আছে। সেই জন্যই যাচ্ছি। এখানে ওয়ান-টু-ওয়ান মিটিং হবে না। এটা শুধু জি২০-র মিটিং। এরপর মিটিং শেষে রাজস্থানের আজমের শরীফ যাব। সেখান থেকে পুষ্কর যাব।”
পদ্মফুলের লোগো প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আগেও পদ্মফুল লোগো ব্যবহার হয়েছে।  এটা ঠিক যে পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু সেটা তো একটা রাজনৈতিক দলেরও প্রতীক। তাই এই ফুলকে ব্যবহার না করে আরও অন্য কিছু ব্যবহার করা যেত। একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন বলেই আমি উত্তর দিচ্ছি। আমি ইস্যু বানাচ্ছি না। দেশের ব্যাপার বলে কিছু বলছি না। কারণ, এই কথা বাইরে গেলে ভাল দেখায় না।”
<span;>এর পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পিজির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পিজির ঘটনা আমি সকালে হ্যান্ডেল করেছি। ৪-৫ দিন আগের একটা দুর্ঘটনার কেস। একটা ইয়ং ছেলে মারা গেলে দুঃখ হয়। তবে ভাঙচুর, মারধর ঠিক নয়। কারণ ডাক্তাররা চেষ্টা করেন মানুষকে বাঁচাতে। পুলিশকে বলেছি তোমাদের ওখানে তো ক্যাম্প করতে বলা হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পরে তোমরা আসছ। তাছাড়া ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের পুরো নিরাপত্তা রাজ্য সরকার দেবে। এমনটাই আশা দিয়েছেন তিনি। এর পাশাপাশি পরামর্শের সুরে এও বলেন, ‘আমি মনেকরি নাইটে সিনিয়র ডাক্তারদেরও থাকা উচিত।”
উল্লেখ্য, আগামী বছর জি-টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব করবে ভারত। সেইমতো এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে দেশজুড়ে ২০০ টি বৈঠক হবে। প্রথম পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে যাবেন বলে আগেই সম্মতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Comment