Home সংবাদসিটি টকস ‘সত্যের বিচার হোক,’ পার্থ প্রসঙ্গে বললেন মমতা

‘সত্যের বিচার হোক,’ পার্থ প্রসঙ্গে বললেন মমতা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পার্থ গ্রেফতারের পর থেকে উত্তাল রাজ্য। বহুবার ফোন করেও মমতাকে পাননি বলে জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে মমতা এদিন বলেন,” যদি দোষী প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক”।এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আজ শোকাহত, সবাই সাধু বলছি না, ভুল করাটাও একটা অধিকার, কেউ যদি দোষী হয় যাবজ্জীবন কারাদণ্ড হোক।’

সোমবার বঙ্গ-সম্মান প্রদানের মঞ্চে ‘দুঃখপ্রকাশ’ করে মমতা বলেন, “ভোগ করার জন্য রাজনীতি করিনি। আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি, কারণ আমার একটা ধারণা ছিল যে রাজনীতি মানে ত্যাগ, দেশসেবা, মানুষকে ভালোবাসা। এই (শিক্ষা) আমার বাবা এবং মায়ের থেকে পেয়েছিলাম। টিচারদের থেকেও পেয়েছিলাম। কিন্তু বলুন তো, স্কুলে কি সব পড়ুয়ারা কি একরকম হয়? হলে যাঁরা এসেছেন, তাঁরা কি একরকম জামা পরে এসেছেন? পার্থক্য তো থাকবেই।”

তিনি বলেন, “অন্যায়কে সাপোর্ট আমি করি না, ভুল বুঝবেন না। দুর্নীতিকে সাপোর্ট করা আমার জীবনের নেশা তো নয়, পেশাও নয়….আমি আজ সত্যিই দুঃখিত, মর্মাহত, শোকাহত কয়েকটি রাজনৈতিক দলের আচরণে।”

Topics

Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment