Home সংবাদসিটি টকস বিশ্ববিদ্যালয়ের আচার্য এবার মুখ্যমন্ত্রী, ভিজিটর উচ্চ শিক্ষামন্ত্রী; সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার

বিশ্ববিদ্যালয়ের আচার্য এবার মুখ্যমন্ত্রী, ভিজিটর উচ্চ শিক্ষামন্ত্রী; সিদ্ধান্তে সিলমোহর মন্ত্রিসভার

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো:রাজ্যপালকে সরিয়ে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায় রাজ্যের মন্ত্রিসভা। এই মর্মে এর আগে যে প্রস্তাব উঠেছিল, সোমবার তাতে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য, কৃষি বিশ্ববিদ্যালয়ে, প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবেও মুখ্যমন্ত্রীর নাম অনুমোদন পেয়েছে মন্ত্রিসভার। আরও একটি প্রস্তাব পাশ হয়েছে মন্ত্রিসভায়। সেটি হল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক পদে থাকবেন শিক্ষামন্ত্রী।
১৩ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সেই অধিবেশনে এই বিলটি আনা হবে বলে সূত্রের খবর। বিল পাশ হলে তা রাজ্যপালের কাছে পাঠানো হবে সইয়ের জন্য। রাজ্যপাল সই করলে সেই বিলটি আইনে পরিণত হবে। এক্ষেত্রে প্রশ্ন, রাজ্যপাল কি সেই বিলে সই করবেন? জানা গিয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল-শিক্ষা, স্বাস্থ্য,পশু, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে মুখ্যমন্ত্রীকে রাখার প্রস্তাব। এখনও সেই পদে রয়েছেন রাজ্যপাল।
এচাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নিয়ম বা রুল রয়েছে, সেখানে বলা হয়েছে ভিজিটর পদে থাকবেন রাজ্যপাল। সেই নিয়মই বদলের সিদ্ধান্তেও এদিন সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। রাজ্যপালের বদলে ওই পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর প্রস্তাব পাশ হয়েছে। এই নিয়ম বদলের ক্ষেত্রে রাজ্যের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। যেহেতু এটা নিয়ম কোনও আইন নয়, তাই সেক্ষেত্রে রাজ্যপালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না সরকারকে।

Related Articles

Leave a Comment