Home রাজনৈতিক পাহাড়ে ফের অন্য মেজাজে ধরা দিলেন মমতা, বানালেন মোমো

পাহাড়ে ফের অন্য মেজাজে ধরা দিলেন মমতা, বানালেন মোমো

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পাহাড়ে ফের অন্য মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এ বার মোমো বানাতে হাত লাগালেন তিনি। সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন। তার পর তাঁদের সঙ্গে মোমো বানাতে বসে যান।

বৃহস্পতিবার সকালে জনসংযোগে ফের পাহাড়ের রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ-খবর নেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২০,১৩৯ জন, বাড়ছে উদ্বেগ

 

এর আগে মঙ্গলবার, দার্জিলিংয়ে ফুচকা বানিয়ে ছোটদের খাওয়ান তিনি। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে।

Related Articles

Leave a Comment