Home রাজনৈতিক বামেদের জমি দিলেন মমতা

বামেদের জমি দিলেন মমতা

by Kolkata Today

প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক গবেষণাকেন্দ্র তৈরির জন্য জমি দিল রাজ্য সরকার। সিপিআইএমের অনুরোধ রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুলাই, প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনেই প্রস্তাবিত মেমোরিয়ালের রূপরেখার খসড়া সম্পূর্ণ করতে চাইছে রাজ্যের পূর্বতন শাসক দল।

 

রাজারহাটে নির্মীয়মাণ নতুন হাইকোর্টের কাছেই ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে’র নামে ৫ একর জমি চেয়েছিল সিপিআইএম।এই ট্রাস্টের সচিব রবীন দেব। জোরকদমে কাজ শুরু করেছেন তিনি। এছাড়াও ট্রাস্টে বিমান বসু-সহ বিশিষ্ট নেতারা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদনের পর বিভিন্ন প্রক্রিয়া সেরে জমিটি হাতে পেয়েছে ট্রাস্ট।

 

 

গত বছর থেকেই রাজারহাটের জমিতে বৃক্ষরোপন করে শুরু হয়েছে এই কাজ। চলতি বছরেই মেমোরিয়াল কাজ শুরু হতে চলেছে। এবিষয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকও হয়েছে।এখানে থাকবে জ্যোতি বসু ও বাম আন্দোলন সংক্রান্ত সংগ্রহশালা, গ্রন্থাগার, প্রদর্শনশালা, অডিটোরিয়াম। থাকবে অতিথিদের জন্য থাকার ব্যবস্থা। যারা বাম আন্দোলন নিয়ে গবেষণা করতে চান তাঁদের জন্য এখানে নথির ব্যবস্থা থাকবে।

 

আরও পড়ুনঃ ’বার বার দল পরিবর্তনে বাংলায় বাজে প্রভাব পড়ছে,’ মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের

 

২০১১ সালে চৌত্রিশ বছর শাসনের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মারক তৈরির জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল সিপিআইএম। অনুমোদন ফেলে দেননি মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৭৭ সালে ২১ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন জ্যোতি বসু। ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। ২০১০ সালে ১৭ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জ্যোতি বসুর পর মুখ্যমন্ত্রী পদে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Related Articles

Leave a Comment