কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার সিঙুরে সন্তোষীমায়ের পুজোয় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার দুপুরে ভবানীপুরের কাঁসারিপাড়ায় শীতলাপুজোয় যোগ দেন মমতা। বিগ্রহের উদ্দেশে শাড়ি ও মিষ্টি নিবেদন করেন তিনি।
এদিনের ভাষণে মমতা বলেন, “আপনারা হয়তো জানেন না, সিঙুর আন্দোলনের সময় আমি যে ২৬ দিন অনশন করেছিলাম, তখন প্রথম দিন থেকে আমি সন্তোষীমাতার ব্রত পালন শুরু করি। মাকে বলি, কৃষকরা যদি তাদের জমি ফেরত পান তাহলে তাঁকে একটা ছোট মন্দির গড়ে দেব। সঙ্গে আজীবন সন্তোষীমাতার ব্রত পালন করব আমি। সিঙুরের সেই মন্দিরে আগামিকাল আমি পুজো দিতে যাব।”
তবে তিনি যে সব ধর্মে বিশ্বাস করেন তাও মনে করাতে ভোলেননি মমতা। বলেন, “আমি দুর্গাপুজোয় যেমন ভোগ খাই। তেমনই ইদের আগে ইফতারে যাই। গুরুদ্বার থেকে হালুয়া চেয়ে খাই।”
তিনি সকলের জন্য পরামর্শ দিয়ে বলেন, ‘‘প্রাণ খুলে হাসতে হবে। আর তার জন্য লাফিং ক্লাবে যাওয়ার দরকার নেই। বন্ধুবান্ধবদের সঙ্গে মজার গল্প, আড্ডার মধ্যেই হাসতে হবে। আর তাতেই মন, শরীর ভাল থাকবে।’’