কলকাতা টুডে ব্যুরো:”এই সব দুর্নীতির মধ্যমণি উনি। আজকে দাঁড়িয়ে তিনি নিজেকে সাধু সাজার চেষ্টা করলে হবে না”।সাংবাদিক বৈঠক করে মমতার বিরুদ্ধে সুর চড়ালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিম।
তিনি বলেন,”বিভন্ন কাউন্সিল, পঞ্চায়েতের নেতা, ব্লক সভাপতিরা এই নেটওয়ার্কের অংশ। প্রায় সমস্ত মন্ত্রীর এই টাকা তোলার নেটওয়ার্ক রয়েছে। উনি ব্যস্ত কয়লাপাচারকাণ্ডে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য। আর সোশ্যাল মিডিয়া অর্পিতাকে নিয়ে থিম পুজোর মতো মেতে উঠেছে। আসল তো স্ক্যাম”।
তাঁর অভিযোগ,”একটা প্রজন্মের জীবন শেষ করেছেন। গোটা রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। তার সঙ্গে যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে, যে ইকোসিস্টেমে ছেলেমেয়েরা তৈরি হয়। নিজেদের তৈরি করে সেটাকে ভেঙে ফেলেছেন। আজকে দাঁড়িয়ে তিনি নিজেকে সাধু সাজার চেষ্টা করলে হবে না। এই সব দুর্নীতির মধ্যমণি উনি। ওনার হাতে গড়া এটা। উনি যে সিস্টেমটা তৈরি করেছেন এই দুর্নীতির রাজত্ব কায়েম করেই। উনি তার ওপর মসনদে বসে আছেন। এখন মসনদটা নড়বড়ে মনে হচ্ছে বলে উনি সিপিএমকে গাল দিচ্ছেন”।
Topics
Md Selim CPM Congress BJP TMC Administration Kolkata