Michaung Cyclone Alert: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা,জানাল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে দক্ষিণ অন্ধ্র উপকূলে। এর প্রভাব ইতিমধ্যে পরতে শুরু করেছে,ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায়। দক্ষিণ ভারতের পূর্ব উপকূলে তাণ্ডব চালাতে পারে মিগজাউম। সোমবারই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধির রাজ্যে। মঙ্গলবার ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে।
আলিপুর আবহাওয়া দফতর সুত্রে জানা যাচ্ছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে উপকূলঘেঁষা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা । ভিজবে তিলোত্তমাও।
বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলা ছাড়াও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। শনিবার থেকে বৃষ্টির প্রভাব কমবে বলে আশঙ্কা হাওয়া অফিসের।