কলকাতা টুডে ব্যুরো: একই দিনের মুক্তি পেয়েছে বলিউডের দুটি ছবি ফোন বুথ এবং মিলি। দুটি ছবিরই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। হিসাব বলছে ক্যাটরিনা কাইফ অভিনীত, ‘ফোনভুথ’ ছবিটি মুক্তির প্রথম দিনে মাত্র ২ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে মোট ১৪০০টি স্ক্রিন মিলে। যা সাফল্য তো দূরের কথা সাফল্যের আশেপাশেও গিয়ে দাঁড়াতে পারেনি। আর বক্স অফিসে এই অংক দেখে মাথায় হাত প্রযোজকের। তারাও ধারণা করতে পারেননি যে ক্যাট ম্যাজিক থেকে শুরু করে এই জেনারেশনে দুই সুপারস্টার সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর কেউই কামাল দেখাতে পারেনি বক্স অফিসে।
যদিও এর থেকেও খারাপ অবস্থা শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জাহ্নবী কাপুরের ছবি মিলির। বক্স অফিসে যার প্রথম দিনের আয় মাত্র ১ কোটি ৭৫ লাখ। আর এই ইঁদুর দৌড়ে হয়তো আরো কিছুটা এগিয়ে যেতে পারে ক্যাটরিনা কাইফের ‘ফোনভুত’। কারণ এখনো সপ্তাহান্তে কিছুটা হলেও আশার আলো রয়ে যাচ্ছে ফোনভুতের জন্য।