Home সংবাদসিটি টকস শহরে খঁটি পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মন্ত্রী জাভেদ খান

শহরে খঁটি পুজোর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মন্ত্রী জাভেদ খান

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ধর্ম যার যার উৎসব সবার। সমস্ত ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসাথে চলার ধর্মই মানব ধর্ম। সাউথ ট্যাংরা শীতলা যুবক সংঘের খুঁটিপুজোর মাধ্যমে এই বার্তাই দিলেন মন্ত্রী জাভেদ খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার সংস্কৃতি ও পরম্পরাকে মেনেই ধর্মীয় সহিষ্ণুতার পথ দেখায় এই দেশকে বলে মন্তব্য করলেন তিনি ।
পাশাপাশি মা কালী নিয়ে বিতর্কের মধ্যেই এদিন জ্যান্ত কালির পুজোর মধ্য দিয়ে সেই বিতর্কে অবসান ঘটানোর আহ্বান জানালেন মন্ত্রী জাভেদ খান।

Related Articles

Leave a Comment