Home বিনোদনবলিউড Mithun Chakraborty: হাসপাতালে মিঠুন, কেমন আছেন অভিনেতা?

Mithun Chakraborty: হাসপাতালে মিঠুন, কেমন আছেন অভিনেতা?

by Web Desk
Mithun Chakraborty: হাসপাতালে মিঠুন, কেমন আছেন অভিনেতা?

চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর অভিনেতার শরীরে ডান দিকটা খানিক দুর্বল হয়ে গিয়েছে। হাত নাড়াতে কষ্ট হচ্ছে। অস্বস্তিও রয়েছে। তবে এই মুহূর্তে তিনি পুরোপুরি সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে অল্প কথাও বলেছেন।

আপাতত তাঁকে তরল খাবার দেওয়া হচ্ছে বলে খবর বেসরকারি হাসপাতাল সূত্রে। নিউরোলজি, কার্ডিয়োলজি এবং গ্যাস্ট্রোএনট্রোলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল দল গঠন করা হয়েছে। সেই মেডিক্যাল দলের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। জানা যাচ্ছে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, কী ভাবে তাঁর চিকিৎসা পদ্ধতি এগোবে। সকালেই এমআরআই করানো হয়েছে অভিনেতার।

উল্লেখ্য জানুয়ারি মাসের শেষে শুরু হয় ‘শাস্ত্রী’ ছবির শুটিং। এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন  মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। মিঠুন-দেবশ্রীই ছবির মূল আকর্ষণ। এবং এর পাশাপাশি, আরও একঝাঁক তারকা রয়েছেন ছবিতে। সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ এই ছবিতে অভিনয় করছেন।

 

Related Articles

Leave a Comment