Home রাজনৈতিক ‘মোদী উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ ভয় এবং আতঙ্কের জায়গা’,তোপ শুভেন্দুর

‘মোদী উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ ভয় এবং আতঙ্কের জায়গা’,তোপ শুভেন্দুর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার পূর্ব বর্ধমানের সাতগাছিয়ার মাঠে একটি দলীয় সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী । সেখানে জাতীয় কর্মী সমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা প্রসঙ্গ টেনে আনার উল্লেখ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গ ভয় এবং আতঙ্কের জায়গা।

 

মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে ১৯৫৬ ভোটে হেরেছেন। তাই তিনি সব সময়ে ২০১৯ সালের ভয় পাচ্ছেন। বাংলা আবাস যোজনা, সড়ক যোজনা-সব জায়গাতেই বাংলা লেখা হয়েছিল। তিনি মমতা কে কটাক্ষ করে বলেন,”এখন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে সব মুছে দিচ্ছেন। মুছে দিয়ে প্রধানমন্ত্রী লেখা হচ্ছে। বাংলায় ৭০ লক্ষ শৌচাগার দিয়েছে মোদী সরকার।”

 

 

শুভেন্দু আরও বলেন,”খোকন দাস, কেতুগ্রামের বিধায়ক দুর্গাপুর ঘুরে এসেছেন। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মী সমর্থকদের অত্যাচার করা হয়েছে। প্রাইমারি, এসএসসি, দমকল বাহিনীতে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। টাকা নিয়ে চাকরি দিয়েছে তৃণমূল নেতারা। কোনও নিয়মকানুন মানা হয়নি। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে।”

Related Articles

Leave a Comment