Home সংবাদসিটি টকস বোমা নয়, এসব তৃণমূলের তৈরি করা কুটির শিল্প’, বোমা উদ্ধার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষে

বোমা নয়, এসব তৃণমূলের তৈরি করা কুটির শিল্প’, বোমা উদ্ধার নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষে

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু। মজুত বোমা ফেটে জখম হয় দুই কিশোরের। 'বোমা নয়, এসব তৃণমূলের তৈরি করা কুটির শিল্প',  কৌটো বোমা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের

by Kolkata Today

 

কলকাতা টুডে ব্যুরো: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু। মজুত বোমা ফেটে জখম হয় দুই কিশোরের। ‘বোমা নয়, এসব তৃণমূলের তৈরি করা কুটির শিল্প’,  কৌটো বোমা নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের।

মিনাখাঁয় বাড়িতে বোমা ফেটে আট বছরের এক শিশুকন্যার মৃত্যুর ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েন। বুধবার বিস্ফোরণের পরেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাকে। এরপরই সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই ঘটনার পরই বিরোধের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। কোথা থেকে এলো এই বোমা? আর কেনই বা মজুদ করা হচ্ছিল? উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা ছড়াতেই এই পরিকল্পনা? এই নিয়েই এইবার তৃণমূল সরকারকে টুইট করে নিশানা সাধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি টুইট করে লেখেন, “পঞ্চায়েত ভোটের আগে টিএমসি কর্মীদের বাড়ি বোমার ভাণ্ডারে পরিণত হয়েছে। মিনাখা থানার অন্তর্গত চাপালি গ্রাম পঞ্চায়েতের গাইন পাড়ায় তার বাড়িতে বোমা বিস্ফোরণে TMC কর্মী আবুল হোসেনের ভাইঝি মারা যান।”

Related Articles

Leave a Comment