উত্তরবঙ্গে 3 তারিখ বর্ষা প্রবেশ করেছিল আজ 17 তারিখ উত্তরবঙ্গ জুড়ে মৌসুমী বায়ু প্রবেশ করল। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ।উপরের পাঁচটি জেলা 17 থেকে 19 ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিগত দু’দিন উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি 19 তারিখ পর্যন্ত চলবে। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী হবে ।বাকি দার্জিলিং কালিম্পং এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ।যেহেতু উত্তরবঙ্গে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ফলে দার্জিলিং কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনা। বাদবাকি জেলার জল জমে যাওয়ার সম্ভাবনা এবং দৃশ্যমানতা কমবে যেখানে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কমবে ।
আরও পড়ুনঃ WBJEE Result 2022 Declared: প্রকাশিত হল ওয়েস্টবেঙ্গল জয়েন্ট ২০২২-এর রেসাল্ট
দক্ষিণবঙ্গে আজ থেকে বর্ষা প্রবেশ করলো। কোথায় কোথায় দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করলো সেটা আগামীকাল বলা যাবে। দক্ষিণবঙ্গের আজ সব জেলা এবং কলকাতায় বৃষ্টি হবে। আগামী দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তারপর বৃষ্টি আবার কমে যাবে। যেখানে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে 11 তারিখ সেখানে আজ 17 তারিখ বর্ষা প্রবেশ করল। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা ।