Home সংবাদসিটি টকস মীনাদেবীকে দেখতে হাসপাতালে ফিরহাদ

মীনাদেবীকে দেখতে হাসপাতালে ফিরহাদ

মঙ্গলবার বিজেপির নবান্ন চলো কর্মসূচি ঘিরে অশান্তির গনগনে আঁচ ছড়িয়ে পড়েছিল গঙ্গার দুপাড়েই

by Kolkata Today
Firhad Hakim

কলকাতা টুডে ব্যুরো: মঙ্গলবার বিজেপির নবান্ন চলো কর্মসূচি ঘিরে অশান্তির গনগনে আঁচ ছড়িয়ে পড়েছিল গঙ্গার দুপাড়েই । সেখানে দফায় দফায় খণ্ডযুদ্ধে জড়ান পুলিশ ও বিজেপি কর্মীরা। পুলিশ লক্ষ্য করে ইট ছোড়েন বিজেপি কর্মীরা। এই অশান্তির মাঝেই এমজি রোডে মাথা ফাটে কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সেই দূরত্ব ভুলেই হাসপাতালে ‘মীনাদি’কে দেখতে গেলেন ফিরহাদ হাকিম।

সেখান থেকে বেরিয়ে ফিরহাদ হাকিম জানান, “মীনা দেবী পুরোহিতকে দেখার জন্য এসেছিলাম। ওনার মাথায় একটি চোট রয়েছে। সিটি স্ক্যান হবে। আমি বলেছি, পুরনিগমের দিক থেকে আমরা আছি পাশে। ভাল হাসপাতালে নিয়ে গিয়ে যদি চিকিৎসা করান সেই কথাও বলেছি। সুস্থতা কামনা করতেই এসেছি। আমি মুখ্যমন্ত্রীকেও বলেছি। উনিও সুস্থতা কামনা করেছেন।” এটা কি তাহলে সৌজন্যের রাজনীতি? প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, “একজন মানুষ আর একজন মানুষের সুস্থতা কামনা করেন। রাজনৈতিকভাবে আমাদের হয় নীতি ও মতাদর্শগত পার্থক্য রয়েছে, কিন্তু সর্বোপরি মানুষ তো! আমাদের পুরনিগমের উনি অনেক পুরনো সদস্য। ডেপুটি মেয়রও ছিলেন। আমি ওনার সঙ্গে প্রায় ২৫ বছর এখানে আছি। তাই তাঁর সুস্থতা কামনা করে আমি এখানে এসেছি।”

Topics

Nabanna Meena Devi Purohit  Firhad Hakim BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment