Home সংবাদসিটি টকস দিদি তুমি গদি ছাড়ো: দিলীপ

দিদি তুমি গদি ছাড়ো: দিলীপ

নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবারও রাজ্যকে নিশানা দিলীপের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবারও রাজ্যকে নিশানা দিলীপের। মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে মমতাকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, ” দিদি তুমি গদি ছাড়ো, চোর ধরে জেলে ভরো। আর TMC-র সবাই চোর”

দিলীপ আরও বলেন, “গত দেড় বছর ধরে আমরা মুখ বুজে অত্যাচার সহ্য করেছি। কাদের? যাদের বাড়িতে এই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। গরিব মানুষের টাকা লুট করেছে আর আমাদের কর্মীদের অত্যাচার করেছে। দুশোর বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। হত্যা করে গাছে টানিয়ে দেওয়া হয়েছে, বস্তায় ভরে জলে ফেলে দিয়েছে, আমাদের শত শত যুব কর্মীদের আমরা হারিয়েছি।কিন্তু আমাদের এই উৎসাহ মনবলকে কেউ কম করতে পারে নি। তাই আজকে আমি অনেক কর্মীকে দেখছি গত এক দেড় বছর ধরে তারা চুপ করে বাড়িতে বসে ছিলেন । এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য আজ যখন পার্টি ডাক দিয়েছে সকাল থেকে বেড়িয়েছেন কলকাতার উদ্দেশে। শুধু একটা বলার জন্য যে এই অত্যাচারী আর ভ্রষ্টাচারী সরকারকে পশ্চিমবঙ্গে রাজত্ব করতে দেব না।”

Topics

Nabanna Protest Rally Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment