Home সংবাদসিটি টকস ‘পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত, কিন্তু সেটা কাম্য নয়’ : মমতা

‘পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত, কিন্তু সেটা কাম্য নয়’ : মমতা

নবান্ন অভিযান নিয়ে রাজ্যে যে সরকারি সম্পত্তি ক্ষয় হয়েছে তা নিয়ে ইতিমধ্যে সরব রাজ্যের শাসক দল। বার বার আঙ্গুল উঠছে BJP-র দিকে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নবান্ন অভিযান নিয়ে রাজ্যে যে সরকারি সম্পত্তি ক্ষয় হয়েছে তা নিয়ে ইতিমধ্যে সরব রাজ্যের শাসক দল। বার বার আঙ্গুল উঠছে BJP-র দিকে। পুলিশের গাড়ি জ্বালানো থেকে পুলিশকে মারধর, ইতিমধ্যে 6 টি মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে বিজেপির অভিযোগ পুলিশ শাসকদলের দলদাসের মতো কাজ করেছে। এই অভিযান নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের হয়ে এদিন বলেন, “পুলিশ ইচ্ছা করলে গুলি চালাতে পারত, কিন্তু সেটা কাম্য নয়। পুলিশ নিয়ন্ত্রণের মধ্যে থেকে শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে।” পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর দাবী, আন্দেলনের নাম করে বিজেপি গুণ্ডামি করেছে। মুখ্যমন্ত্রী বলেছেন, “ট্রেন ভাড়া করে, এমনকি বাইরে থেকে অন্য রাজ্যের লোক নিয়ে এসে গুণ্ডামি করেছে। বোমা মারছে। ইট ছুড়ছে। গণ্ডগোল করছে। অনেক পুলিশ আহত হয়েছে। এরা গুণ্ডামি করার জন্য়ই নিয়ে এসেছিল। আন্দোলন করতে তো আমরা বাধা দিইনি। গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক দেশে সকলের আন্দোলন করার অধিকার রয়েছে। এথানে কোনও দ্বিমত নেই। কিন্তু আন্দোলনের নামে ব্যাগে করে বোম নিয়ে আসব। বন্দুক নিয়ে আসব। মাথা ফাটিয়ে দেব। এটা তো ঠিক নয়।”

আহত পুলিশ কর্মীদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন, “যারা আহত হয়েছে তাঁদের আরোগ্য কামনা করছি। যাঁরা বোমাবাজি করেছে, আগুন লাগানোর কাজ করেছে। আইন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুষ্কৃতী কাজ করতে তা রাজনীতির সঙ্গে খাপ খায় না। এ ব্যাপারে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে।”

Topics

Nabanna Protest Rally Mamata Banerjee BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment