Home বিনোদনবলিউড মা হলেন রণবীর পত্নী আলিয়া, উৎসবের মেজাজ কাপুর পরিবারে

মা হলেন রণবীর পত্নী আলিয়া, উৎসবের মেজাজ কাপুর পরিবারে

অবশেষে প্রতীক্ষার অবসান। কাপূর পরিবারের কাছে আজ অত্যন্ত আনন্দের দিন। মা হলেন রণবীর পত্নী আলিয়া । রবিবার মুম্বাই রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে জন্ম দিলেন সন্তানের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান। কাপূর পরিবারের কাছে আজ অত্যন্ত আনন্দের দিন। মা হলেন রণবীর পত্নী আলিয়া । রবিবার মুম্বাই রিয়ালেন্স ফাউন্ডেশন হাসপাতালে জন্ম দিলেন সন্তানের। সূত্রের খবর অনুযায়ী, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট।

আজ অর্থাত্‍ রবিবার সকালের দিকে তড়িঘড়ি অভিনেত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। তা দেখে অনুমান করা গিয়েছিল আজই হয়তো খুশির খবর শোনাতে চলেছেন আলিয়া। আর সেই অনুমানই হল সত্যি। দুপুর সাড়ে বারোটা নাগাদ বাবা-মা হলেন ‘রণলিয়া’। একেবারেই নরম্যাল ডেলিভারি হয়েছে অভিনেত্রীর। যদিও তিনি নিজেই চেয়েছিলেন নরম্যাল ডেলিভারি হোক তাঁর।

কিছুদিন আগে জানা গিয়েছিল নভেম্বরের মাঝ বরাবর কাপূর পরিবারে আসতে চলেছে নবজাতক। সেইমতো একেবারেই প্রস্তুত ছিলেন রণবীর আলিয়া। তবে নির্ধারিত সময়ের কিছুটা আগেই খুদে সদস্য এসেছে কাপূর খানদানে। উল্লেখ্য, গত ১৪ই এপ্রিল মুম্বাইয়ে রণবীর আলিয়া নিজেদের বাড়িতেই একটি ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তাদের বিয়েতে বিরাট কিছু জাঁকজমজ ছিল না। পরবর্তীতে এই তারকা দম্পতি জানিয়েছিলেন তাঁরা চাইতেন যে তাদের বিয়ে একেবারেই কাছের মানুষদের নিয়ে হোক।

বিয়ের মাস দুয়েক পরেই খবর শোনা যায় যে, অন্তঃসত্ত্বা আলিয়া। আর এবার তাদের কোল আলো করে এল ছোট্ট কন্যা সন্তান। যদিও আলিয়ার প্রেগন্যান্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জনের নানা মত দেখা গিয়েছিল। কিন্তু সেই সমস্ত বিষয় তোয়াক্কা করেননি তাদের মধ্যে কেউই।

Related Articles

Leave a Comment