Home সংবাদআবহাওয়া Weather Update:রাজ্যে অশনি-র সরাসরি কোন প্রভাব নেই , জানালো হাওয়া অফিস

Weather Update:রাজ্যে অশনি-র সরাসরি কোন প্রভাব নেই , জানালো হাওয়া অফিস

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:ঘূর্ণিঝড় অসনি শক্তি হারিয়ে এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপরে অন্ধ্রপ্রদেশ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানাল আলিপুর হাওয়া অফিস। এর অভিমুখ উত্তর-উত্তরপূর্ব দিকে ।

 

বুধবার সন্ধ্যেবেলা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপর আরও দুর্বল হয়ে বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে বলে জানানো হলো। হাওয়া অফিসের আধিকারিক জানালেন,” আমাদের রাজ্যে এর সরাসরি কোন প্রভাব নেই ,তবে এর প্রভাবে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,নদীয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বলে জানানো হল ।মৎস্যজীবীদের ১৩ তারিখ পর্যন্ত মাছ ধরতে নিষেধ করা হয়েছে ।

 

 

বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের রাজ্যগুলিতে। এর মূলত কারণ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ প্রচুর বাতাস প্রবেশ করছে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলাতে ১১ থেকে ১৫ মাঝারি বৃষ্টি হবে। এরমধ্যে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।কিন্তু দুদিন পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রী বাড়বে ।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টি চলবে তাই তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না ।

Related Articles