কলকাতা টুডে ব্যুরো:করোনা পজিটিভ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে রয়েছেন তিনি। সেখানেই চলছে চিকিৎসা।
কয়েকদিন আগেই শান্তিনিকেতনের বাড়িতে আসেন অমর্ত্য সেন। তখন থেকেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে সূত্রের খবর। চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করার পরই তাঁরা করোনা টেস্ট করাতে বলেন। Rapid Test করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ হন নোবেলজয়ী।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮,৮৪০ জন
কয়েকদিন আগেই শান্তিনিকেতনের বাড়িতে আসেন অমর্ত্য সেন। তখন থেকেই তাঁর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না বলে সূত্রের খবর। চিকিত্সকদের সঙ্গে পরামর্শ করার পরই তাঁরা করোনা টেস্ট করাতে বলেন। Rapid Test করানো হয় অমর্ত্য সেনের। সেই টেস্টেই করোনা পজিটিভ হন নোবেলজয়ী।