কলকাতা টুডে ব্যুরো:অভিষেক বচ্চন বাবা অমিতাভের সঙ্গে ছবি শেয়ার করে ফাদার্স ডে-এর শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক লিখেছেন, ‘প্রধান ব্যক্তি! হ্যাপি ফাদার্স ডে পা! লাভ ইউ’।
কারণ জোহার ছবি পোস্ট করে লিখলেন,’আমার মাথায় আমার মায়ের হাত এবং তার নিরলস ভালবাসা, সময় এবং সমর্থন না থাকলে আমি আমার হৃদয় থেকে এমন সিদ্ধান্ত নিতে পারতাম না। এমন একটি দিন নেই যেদিন আমি রুহি এবং যশকে আমার জীবনে আনার জন্য বিশ্বকে ধন্যবাদ জানাই না! আমি এবং সমস্ত অবিবাহিত মা-বাবাকে ফাদার্স ডে-এর শুভেচ্ছা’।
ফাদার্স ডে উদযাপন করে মাধুরী দীক্ষিত ছবি পোস্ট করলেন। মাধুরী ক্যাপশনে লেখেন, ‘একজন পিতা একটি কঠিন ঢাল হয় যা তাঁর সন্তানদের রক্ষা করে। যাই হোক না কেন, তিনি সর্বদা তাদের রক্ষা করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন, তবে তাদের এমন পাঠও শেখান যা অন্য কেউ পারে না। বিশ্বের সেরা বাবাকে ফাদার্স ডে-এর শুভেচ্ছা! আমাদের সন্তানরা ধীরে ধীরে তরুণ ভদ্রলোক হয়ে উঠছে যাদের আমরা সবসময় কল্পনা করেছি।’
অভিনেতা সঞ্জয় দত্ত এই বিশেষ উপলক্ষ্যে তাঁর তিন সন্তান ত্রিশালা, ইকরা ও সাহরানকে নিয়ে পোস্ট দেন এবং অভিনেতা তাঁর প্রয়াত বাবা সুনীল দত্তকে স্মরণ করেন। সঞ্জয় দত্ত লেখেন, ‘আই লাভ ইউ বাবা!আমার জন্য, আমাদের জন্য… আমাদের পরিবারের জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ! আপনি সর্বদা আমার শক্তি, গর্ব এবং অনুপ্রেরণার মহান উৎস। আমি ধন্য এবং ভাগ্যবান যে আপনার ছেলে হতে পেরে।’
আরও পড়ুনঃ বঙ্গ-বিজেপিতে ফের বিদ্রোহ, বেসুরো দুধকুমার মন্ডল
অভিনেত্রী অনুষ্কা শর্মাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাবা অজয় কুমার শর্মাকে নিয়ে পোস্ট দেন।
শ্বেতা বচ্চন তাঁর বাবার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘রিস্তে মে তো সির্ফ মেরে লাগতে হ্যায়’। অমিতাভ কন্যা শ্বেতার এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘লাভ ইউ মামা’।
সারা আলি খান বাবা ও বলিউড অভিনেতা সইফ আলি খানের সঙ্গে তাঁর ও ভাই আব্রাহামের ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘হ্যাপি ফাদার্স ডে আব্বাজান।’