Home সংবাদসিটি টকস যতবার ডাকবে, ততবার আসব’:পরেশ

যতবার ডাকবে, ততবার আসব’:পরেশ

তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিস থেকে বের হলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই অফিস থেকে বের হলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। ২০২১ সালের বিধানসভার নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বেলেঘাটায় নৃশংস ভাবে খুন করা হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। সেই ঘটনায় ফের একবার সিবিআই-এর তরফে তলব করা হয়েছিল বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে। সেই তলবে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে CGO কমপ্লেক্সে পৌঁছান পরেশ। সকাল ১০টা নাগাদ আইনজীবীকে নিয়ে CBI-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে যান তৃণমূল বিধায়ক।

জিজ্ঞাসাবাদের পর CBI অফিস থেকে বের হতে হতে পরেশ পাল বলেন, ‘যতবার ডাকবে, ততবার আসব’। পাশাপাশি অভিজিৎ সরকারের খুনের ঘটনার সঙ্গে যোগ থাকার কথা অস্বীকার করেন তৃণমূল বিধায়ক।

Topics

Paresh Pal CBI BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment