Home সংবাদসিটি টকস মোদি সরকারের জন্য মধ্যবিত্তের হেঁশেলে আগুন, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

মোদি সরকারের জন্য মধ্যবিত্তের হেঁশেলে আগুন, অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:শুক্রবার মধ্যরাতে এক ধাক্কায় ৫০ টাকা বেড়েছে বাড়ির রান্নার এলপিজি সিলিণ্ডারের দাম। আর সাত সক্কালে এই খবর পাওয়ার পর থেকেই মাথায় হাত আম আদমির। এবার থেকে ১৪.২ কেজির প্রতিটি এলপিজি সিলিণ্ডার পিছু কলকাতায় গুনতে হবে ১ হাজার ২৬ টাকা। গ্যাসের এই মূল্যবৃদ্ধির পর কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এদিন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়ও।

এদিন মোদি সরকার কেয়া এক হাত নিয়ে পার্থ চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন,”‘যতদিন কেন্দ্রে মোদি সরকার থাকবে ততদিন সাধারণ মানুষের হিসেবে আগুন জ্বলবে ,”মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি সরকারকে এক হাত নিলেন পার্থ চট্টোপাধ্যায়।”

আজ বেহালা পশ্চিম এমএলএ কাপের উদ্বোধন হলো ঠাকুর পুকুর কাঠ গোলার মাঠে। দুটি টিমের খেলা ছিলো সেই খেলা পায়ে বল মেরে উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায় এবং ছিল রহিম নবী সহ প্রাক্তন ফুটবলার আগামী একমাস ব্যাপী এই ফুটবল টুর্নামেন্ট হবে বেহালা পশ্চিম এর বিভিন্ন মাটি 32 টা টিমের খেলা খেলার শুভ উদ্বোধন করলেন আজ পার্থ চট্টোপাধ্যায়।

সৌরভ গাঙ্গুলীর বাড়িতে অমিত সাহা আসেন এবং আজ দেখা যায় একই মঞ্চে ফিরহাদ হাকিম এবং সৌরভ গাঙ্গুলীকে প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বললেন,” কেউ যদি কারো বাড়িতে আমন্ত্রিত তাতে রাজনীতি দেখার কি আছে। আজ ববি হাকিম যে অনুষ্ঠানে গিয়ে ছিল সেটি একটি সরকারি অনুষ্ঠান তা নিয়ে রাজনীতি করার কিছু নেই। কেউ যদি রাজনীতি করতে চায় করবে ।কেউ ক্রিকেট ভালোবাসে কেউ ক্রিকেট অধিকর্তা হতে চাই এর মধ্যে রাজনীতি দেখা ঠিক নয়। কালকের খাওয়ালেন আর আজ অন্য মঞ্চে গেলেন তা নিয়ে কৌতুক এর কিছু নেই সামাজিকতা পালন করেছেন সৌরভ।

বিজেপি কর্মীদের অমিত শাহ মমতা ব্যানার্জির লড়াই কে আদর্শ করতে বলছেন । সেই নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বললেন অমিত শাহ এর কথা বলার কিছুই নেই। সারা পৃথিবীর লোক জানে ৩৪ বছরের বাম শাসনের সরিয়ে বহু সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে বহু ত্যাগের মধ্য দিয়ে বহু অত্যাচার সহ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সংগঠিত করে মা মাটি মানুষ সরকার ঘঠন করেছে। শুধু বিজেপি কর্মীরা নয় সবাই মমতা বন্দ্যোপাধ্যায় কে শুধু ভারত বর্ষ নয় সারাবিশ্বে অনেকেই মমতা ব্যানার্জি কে আদর্শ বলে মনে করেন।

অর্জুন সিং তৃণমূলে ফেরা নিয়ে বললেন যখন অর্জুন সিং তৃণমূলে যাবে তখন সিদ্ধান্ত নেবে দল।

Topics

Partha Chatterjee BJP TMC Administration Kolkata

Related Articles