Home রাজনৈতিক ‘বাংলার মানুষের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে,’বললেন পার্থ

‘বাংলার মানুষের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে,’বললেন পার্থ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:একুশে জুলাই-এর সমর্থনে বেহালা সখের বাজারে কর্মীসভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মালা রায়, সুদীপ পোল্লে, ঘনশ্রী বাঘ ও পার্থ চট্টোপাধ্যায়।

 

সেখানে এসে পার্থ চট্টোপাধ্যায় একুশে জুলাই করনা বিধি নিয়ে জনস্বার্থ মামলার প্রসঙ্গে বলেন,” ওরা ভয় পেয়ে গেছে ওরা ভেবেছিল ২১ তারিখে হাওড়ায় পাল্টা মিটিং করবে। তাতে আমাদের সরকার অনুমোদন দেবে না। আমরা প্রশাসনকে ধন্যবাদ দেব তারা বুঝতে পেরেছে এরা কাগুজে বাঘ। শহীদ স্মৃতি সম্পর্কে এদের কোনো ধারণা নেই। আমরা শহীদ স্মরণে ব্যস্ত তখন ওরা পেরে উঠবে না বলে হাইকোর্ট মুখী হয়েছে। বাংলার মানুষের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদেরকে বাংলার মানুষ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে যেটুকু বাকি আছে সে টুকুও প্রত্যাখ্যান করবে।”

 

আরও পড়ুনঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ হাজার ৮৩৯ জন 

জাগদীপ ধনকার এর প্রসঙ্গে বললেন,”আমি এটা সবে শুনলাম দলের মধ্যে কিছু আলোচনা না করে বলতে পারবোনা। আমাদের দলের প্রার্থীকে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করবার পর বলে যাবে। তার ঘোষণা করার পরেই যা বলার বলব”।

Related Articles

Leave a Comment