কলকাতা টুডে ব্যুরো:সামনে এসেছে KK-র কলকাতার SSKM হাসপাতালে করা কেকের পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট।অবশেষে দুইদিন পর সামনে এল কেকের ‘ফুল অটোপসি রিপোর্ট’। যেখানে উঠে এসেছে হার্টের সমস্যার মত একাধিক চাঞ্চল্যকর তথ্য।
এই রিপোর্টে বলা হয়েছে যে শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন করতে পারেনি হৃদযন্ত্র। শুধু তাই নয়, ফুসফুস এরফলে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দিতে পারেনি শরীরের প্রতিটি কোনায়। ‘মায়ো কার্ডিয়াল ইন্টারপশন’এর কথা প্রথমেই জানিয়েছিলেন চিকিৎসকরা, আর সেই আশঙ্কাই সত্যি হয়েছে।
হার্টের রক্ত পাম্প না করতে পারার কারণ হিসেবে জানা গিয়েছে যে হার্ট আর্টারির গায়ে জমে ছিল হলদেতে সাদা রঙের পরত, আর যার ফলে হার্ট ব্লকেজ হয়েছিল গায়কের। একধিক জায়গায় মিলেছে এই ব্লকগুলি। আর এর ফলেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন গায়ক।