Home সংবাদবর্তমান ঘটনা তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!’ বেফাস অখিল

তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!’ বেফাস অখিল

'আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। এরপর তিনি বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতি চেয়ারকে আমরা সম্মান করি। এরপর তিনি বিক্ষোভে অংশ নেওয়া তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা!’ শুভেন্দুর বক্তব্যের জবাব দিতে গিয়ে আরও বেলাগাম অখিল। রাষ্ট্রপতি নিয়ে তৃণমূল সরকারের মন্ত্রী অখিল গিরির মন্তব্য ঘিরে ফের কাঠগড়ায় জোড়া ফুল।

অখিল গিরি এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাহ্যিক রূপ নিয়ে যেভাবে মন্তব্য করেন তা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। শুক্রবার নন্দীগ্রামে অখিল গিরি বলেন, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!”

রাজ্য মন্ত্রিসভার সদস্য অখিল গিরির রাষ্ট্রপতির বাহ্যিক রূপ নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছে। বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটের এক সদস্য রাষ্ট্রপতিকে অপমান করে বলেছেন, আমারা রূপের বিচার করি না। কিন্তু তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে?
এরপরেই অমিত মালব্য টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী বিরোধী বলে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি অফিসকে সম্মান করেন না অভিযোগ করে অখিল গিরির মন্তব্যকে লজ্জাজনক বলেছেন।

বিষয়টি নিয়ে টুইট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অদিবাসী বিরোধী বলে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্য অখিল গিলি রাষ্ট্রপতিকে তাঁর বাহ্যিক রূপ নিয়ে অপমান করেছেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার আদিবাসীদের এত ঘৃণা করে, সেই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার।

Related Articles

Leave a Comment