Home আন্তর্জাতিক সংবাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ, নতুন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ, নতুন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নিলেন ডিওয়াই চন্দ্রচূড়। এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চন্দ্রচূড়কে শপথবাক্য পাঠ করান। বিচারপতি চন্দ্রচূড় দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বুধবার শপথ নিলেন ডিওয়াই চন্দ্রচূড়। এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চন্দ্রচূড়কে শপথবাক্য পাঠ করান। বিচারপতি চন্দ্রচূড় দুই বছরের জন্য সুপ্রিম কোর্টের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত।

প্রধান বিচারপতি এন ভি রামানার অবসরের পর গত ২৭ আগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি ললিত। নিয়ম অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করে যান। সেই প্রথা মেনে গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বৈঠকে কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন প্রধান বিচারপতি ললিত। তিনি ৭৪ দিন প্রধান বিচারপতির পদে ছিলেন।
১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ৭ বছর প্রধান বিচারপতি পদে ছিলেন তিনি।

Related Articles

Leave a Comment