Home সংবাদবর্তমান ঘটনা রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসোর্ট রাজনীতি’ নিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসোর্ট রাজনীতি’ নিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:সোমবার সকালে রাষ্ট্রপতি নির্বাচন শুরুর অব্যবহিত পরে বিজেপির ‘রিসর্ট রাজনীতি’ নিয়ে কড়া কটাক্ষ করলেন তৃণমূলে অন্যতম শীর্ষনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক কটাক্ষ করেছেন, বাংলায় নিজের ‘ঘর’ বাঁচাতে গেরুয়া শিবির ‘রিসর্ট রাজনীতি’র আশ্রয় নিয়েছে। অভিষেকের কথায়, ‘যেমন কর্ম করবেন, তেমনই ফল পাবেন। আপনি যেমন করেছেন, তেমনই ফল আপনার প্রাপ্য। বিজেপিকে দেশের জনতার কাছে মাথা নত করতেই হবে। অন্যান্য রাজনৈতিক দলের বিধায়ককে বন্দি করার পরিবর্তে বিজেপির রিসর্ট পলিটিক্স তাদের উপরেই কার্যকর হয়েছে দেখে হাস্যকর লাগছে! সত্যিই, বাংলা পথ দেখায়।’

প্রসঙ্গত, দেশের রাজনীতিতে যখনই কোনও সরকার ভাঙার অভিযোগ ওঠে, তখনই বিজেপি ‘রিসর্ট রাজনীতি’র উপর নির্ভর করে বলে অভিযোগ করেন বিরোধীরা। সম্প্রতি মহারাষ্ট্রে সরকার বদলের ঘটনায় শিবসেনা নেতা একনাথ শিন্ডে যখন ‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে প্রথমে অসম এবং পরে গোয়ায় ঘাঁটি গেড়েছিলেন, তখন অভিযোগের আঙুল উঠেছিল বিজেপির দিকেই।

Topics

Presidential Election Abhishek Banerjee BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment