‘কলকাতা টুডে ব্যুরো:প্রাক্তন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে মুখ খুললেন বিধানসভার উপ মুখ্যসচেক তাপস রায়।
তাপস রায় বললেন,” ষড়যন্ত্র, ষড়যন্ত্র না বলে, কী ষড়যন্ত্র সেটা কোর্টের কাছে বলুক। আসলে সারাজীবন বোধহয় কিছু মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। তাই ষড়যন্ত্র শব্দটার সঙ্গে হয়তো প্রত্যক্ষ সম্পর্ক আছে। সবকিছুর মধ্যে ষড়যন্ত্র দেখত বলে হয়ত এখানেও ষড়যন্ত্র দেখছে।” নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক তাপস রায়। মন্ত্রিত্ব, পদ হারানো পার্থর বিরুদ্ধে এবার সরব একের পর এক তৃণমূল নেতা।
পার্থ গ্রেফতার হওয়ার পর থেকে উদ্ধার হয়েছে বিপুল সম্পত্তি, প্রচুর নগদ টাকা। টলিগঞ্জ আর বেলঘরিয়ার ফ্ল্যাট মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। পার্থ ও অর্পিতার নামে থাকা বহু সম্পত্তির হদিশ মিলেছে। এ বিষয়ে তাপস রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্য়ায় নিয়ে তদন্তে যা আসছে তা হজম করা কষ্টকর হচ্ছে।”
Topics
Tapash Roy BJP TMC Administration Kolkata