Home রাজনৈতিক বড় ঘোষণা!কমতে চলেছে জ্বালানির দাম

বড় ঘোষণা!কমতে চলেছে জ্বালানির দাম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ফের পেট্রল-ডিজেলে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এর ফলে কমতে চলেছে জ্বালানির দাম। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, পেট্রলের উপর লিটারে ৮ টাকা এবং ডিজেলের উপর লিটারে ৬ টাকা শুল্ক ছাড় দেবে সরকার। ফলে পেট্রলের দাম কমবে লিটারে সাড়ে ৯ টাকা এবং ডিজেলের ৭ টাকা।

 

 

প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বর মাসে এভাবেই পেট্রোল-ডিজেলের ওপরে এক্সাইজ ডিউটি কমিয়ে আরও এক দফা জ্বালানির দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার।কেন্দ্রের দেখাদেখি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য ভ্যাট কমিয়ে নিজেদের রাজ্যে জ্বালানির মূল্য হ্রাস করে। সেই সময় কেন্দ্রের এই সিদ্ধান্তকে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর দিওয়ালি উপহার হিসেবে তুলে ধরারও চেষ্টা করা হয়।

 

আরও পড়ুনঃ কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি

 

মূল্যবৃদ্ধি জেরে যখন মধ্যবিত্তের নাজেহাল হওয়ার অবস্থা, তারই মধ্যে সুখবর শোনাল কেন্দ্র। একধাক্কায় অনেকটা কমছে জ্বালানি তেলের দাম। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে শুল্ক কমাচ্ছে কেন্দ্র। আর তার জেরেই পেট্রোল- ডিজেলের দাম কমে যাবে উল্লেখযোগ্য হারে।

Related Articles

Leave a Comment