কলকাতা টুডে ব্যুরো:৪৮তম জুনিয়র ন্যাশনাল অ্যাকুাটিক চ্যাম্পিয়ানশিপ ২০২২-এ নতুন রেকর্ড গড়ছেন মাধবনের ছেলে বেদান্ত মাধবন।
ছেলের সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা আর মাধবন। মাধবনের শেয়ার করা ভিডিয়োতে ধারাভাষ্যকারকেও বেদান্ত মাধবনের প্রশংসা করতে শোনা যাচ্ছে। তিনি বলছেন, “আমি ভাবতেও পারিনি উনি এই রেকর্ড ভাঙতে পারবেন। তবে উনি ভীষণ সুন্দর ভাবে এটা করে দেখালেন। ১৬ মিনিটের মাথায় তিনি ভেঙেছেন অদ্বৈত পেজের রেকর্ড।”
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় একাধিক পদক জিতে নিয়েছেন বেদান্ত। ২০১৮ সালে থাইল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতাতে ব্রোঞ্জ জিতেছিলেন।
Topics
R Madhavan Vadaant Madhavan Swimming Sports Kolkata