কলকাতা টুডে ব্যুরো: চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূল নেতা। শুক্রবার হালিশহর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার করল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, বর্ধমান সন্মার্গ কো-অপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে।
শুক্রবার হালিশহর পুরসভার চেয়ারম্যানের নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি চালায় CBI-এর আধিকারিকরা। তল্লাশিতে আনুমানিক ৮০ লক্ষ টাকা উদ্ধার হয় বলে খবর CBI সূত্রে। সিবিআই-র দাবি, শুধু বিপুল পরিমাণ নগদ অর্থই নয় রাজু সাহানির বাড়ি থেকে খোঁজ মিলেছে তাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। যেখানে টাকা পাঠানোর তথ্যও সামনে উঠে এসেছে বলেই CBI সূত্রে খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। কোটি কোটি টাকার সম্পত্তির নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।
এত টাকা নগদ কোথা থেকে এল? কেনই বা বাড়িতে এত টাকা নগদ রেখেছিলেন, সেসব প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি তৃণমূল নেতা। সূত্রের দাবি, তারপরেই গ্রেফতার করা হয় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার চেয়ারম্যানকে।
Topics
Raju Sahani CBI BJP TMC Administration Kolkata