রাম্ মন্দিরে রামলালার প্রতিষ্ঠা সোমবারেই
রাম্ মন্দিরে রামলালার প্রতিষ্ঠা সোমবারেই। তার আগে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আজ রয়েছে মূর্তি প্রবেশ পরিসর পুজো। পাশাপাশি, আজই রয়েছে জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-সুভাষিনী পুজো, বর্ধিনী পুজো, কলসযাত্রা এবং প্রাসাদ চত্বরে রামলালার মূর্তির প্রদক্ষিণও। কিন্তু সবকিছু কে পিছনে ফেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে একটি বিষয়। উঠল রাম লালার ‘প্রাণপ্রতিষ্ঠা’কে নিষিদ্ধ করার দাবি। রামমন্দিরে ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে দাখিল হল জনস্বার্থ মামলা।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা ভোলা দাস নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলার পিটিশন দাখিল করেছেন এলাহাবাদ হাইকোর্টে। দেশের ৪ শঙ্করাচার্য অযোধ্যার রামমন্দিরে রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছেন। বয়কট করেছেন ‘প্রাণপ্রতিষ্ঠা’র অনুষ্ঠান। জানা যাচ্ছে সেই ঘটনাকেই উদাহরণ হিসেবে তুলে ধরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভোলা দাস।
পিটিশনে বলা হয়েছে, “২২ জানুয়ারি অযোধ্যায় একটি ধার্মিক অনুষ্ঠান রয়েছে। নির্মীয়মাণ মন্দিরে রামলালার প্রতিষ্ঠা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ এই প্রাণপ্রতিষ্ঠা করবেন। কিন্তু শঙ্করাচার্যদের এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আপত্তি আছে। পৌষ মাসে কোনও ধার্মিক অনুষ্ঠান হয় না। মন্দিরের নির্মাণকাজও এখনও অসম্পূর্ণ। অসম্পূর্ণ মন্দিরে কোনও বিগ্রহ প্রতিষ্ঠা করা যায় না।”
জনস্বার্থ মামলার পিটিশন দাখিল করেছেন এলাহাবাদ হাইকোর্ট
পিটিশনে আরও বলা হয়েছে, এই ‘প্রাণপ্রতিষ্ঠা’ অনুষ্ঠান সনাতন ধর্ম বিরোধী। বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে ভোটবাক্সে ফায়দা তুলতেই এই সময় তড়িঘড়ি অযোধ্যা রামমন্দিরে এই প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজন করেছে। যদিও অযোধ্যা রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার পিছনে কোনও রাজনীতি নেই, ‘ধর্মনীতি’ রয়েছে বলে দাবি করেছেন রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
উল্লেখ্য রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে রামমন্দির ও আশপাশের এলাকা। মোতায়েন রয়েছে উত্তরপ্রদেশের বিশেষ পুলিসবাহিনী। কড়া তল্লাশি না করে মন্দির এলাকায় কাউকেই ঢুকতেই দেওয়া হচ্ছে না। গোটা জেলাকে রেড জোন, ইয়েলো জোন ও অযোধ্যা জেলা- ৩ ভাগে ভাগ করা হয়েছে।
অযোধ্যা যাওয়ার সব রাস্তাকে গ্রিন করিডোর করা হয়েছে
এই মুহূর্তে অযোধ্যা যাওয়ার সব রাস্তাকে গ্রিন করিডোর করা হয়েছে। গোটা জেলা জুড়ে বসানো হয়েছে মোট ১০ হাজার সিসিটিভি। AI-তে চলবে এই সিসিটিভি। অযোধ্যার মধ্যে দিয়ে বয়ে চলা সরয়ূ নদীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। নদীতে থাকবেন এনডিআরএফ ও এসডিআরএফ-এর কর্মীরা।
প্রসঙ্গত, রামমন্দির উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা, আর কিছুদিনের অপেক্ষা উদ্বোধন হতে চলেছে রামমন্দির। উদ্বোধন প্রস্তুতিতে তৈরি অযোধ্যা। সাজিয়ে তোলা হচ্ছে রেলস্টেশন, বিমানবন্দর। করা হচ্ছে পুরনো রাস্তার সংস্কার । সব দায়িত্ব নিজের কাঁধে তুলেনিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।