Home বিনোদনবলিউড বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রণবীর কাপুর

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রণবীর কাপুর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন রণবীর কাপুর ।’শামসেরা’ ছবির ট্রেলার লঞ্চের দিন দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেতা। আর সেকথা নিজেই সামনে এনেছেন তিনি। দুর্ঘটনার কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পৌঁছতে দেরি হয়ে যায় রণবীরের।

 

রণবীর কাপুর জানান, ”যে শপিং মলে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল, তার বদলে ভুলবশত অন্য একটি মলে ঢুকে পড়েছিলাম। বেসমেন্টে গাড়ি পার্ক করা হয়েছিল। সেখানেই গাড়ি নিয়ে ঘুরছিলাম, কেউ নেই দেখে যখন বের হয়ে আসি, তখন অন্য একটি গাড়ি আমার গাড়িতে ধাক্কা মারে। গাড়ির কাঁচ ভেঙে যায়।” তবে এই দুর্ঘটনায় রণবীর বা কারোর কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। রণবীরের মুখ থেকে এই দুর্ঘটনার কথা শুনে পরিচালক করণ মালহোত্রা বলে ওঠেন, ‘কাঁচ ভাঙা আসলে শুভ বলেই মনে করা হয়।’

 

আরও পড়ুনঃ Tripura Bypoll Result:ত্রিপুরায় ভরাডুবি তৃণমূলের,জিতলেন মুখ্যমন্ত্রী মানিক-জয়ী পদ্ম ছেড়ে কংগ্রেসে ফেরা সুদীপ

রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন বাণী কাপুর, সঞ্জয় দত্ত। আশুতোষ রানা, সৌরভ শুক্লা, রণিত রায়, ত্রিধা চৌধুরী, পীতবাস ত্রিপাঠীকেও এই ছবিতে দেখা যাবে। ২২ জুলাই মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘শামসেরা’।

Related Articles

Leave a Comment