Home সংবাদসিটি টকস দেশজুড়ে পালিত হল রথযাত্রা উৎসব

দেশজুড়ে পালিত হল রথযাত্রা উৎসব

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দিলেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। শুক্রবার দেশ জুড়ে পালিত হল রথযাত্রা। আবার ১২ জুলাই পালিত হবে উল্টো রথ। এদিন মাসিবাড়ি থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন তিন ভাইবোন। করোনার কারণে ২ বছর পুরীতে রথ যাত্রার আয়োজন হয়নি, তবে এবার মহাসমারোহে পালিত হচ্ছে  রথযাত্রা। আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব।

 

এদিন পুরীর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক রথে করে বের হন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম।পুরাণ অনুযায়ী একদা সুভদ্রা নিজের বড়ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছা জাহির করেন। তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন। পথে গুন্ডিচায় নিজের মাসির বাড়ি যান তাঁরা। এখানে ৭ দিন থাকেন তাঁরা। এ সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার পর থেকেই এখানে রথযাত্রার আয়োজন করা হয়ে আসছে।

আরও পড়ুনঃ নির্মল মাঝির বিরুদ্ধে এবার মর্যাদাহানি’র অভিযোগ আনল বেলুড় মঠ কতৃপক্ষ

 

শুধু পুরীই নয়, দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে রথ যাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হয় রথ। পশ্চিমবঙ্গের মাহেশ, মহিষাদলের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত।

Related Articles

Leave a Comment