কলকাতা টুডে ব্যুরো:জল্পনার অবসান ঘটিয়ে 20 জুন ভারতে লঞ্চ হতে চলেছে Realme C30 ফোনটি। সংস্থাটি ট্যুইটারে এই ফোন লঞ্চের ঘোষণা করে।
Realme C30 ফোনের লুকও সামনে নিয়ে এসেছে। C-Series এর অন্যান্য ফোনের মতোই লুক ও ডিজ়াইন হতে চলেছে আসন্ন এই ফোনটরি। তবে ফোনের ব্যাক প্যানেলটি চিত্তাকর্ষক হতে চলেছে। জানা গিয়েছে, Realme C30 ফোনটি 8.5mm পাতলা এবং তার ওজন হতে চলেছে 182 গ্রাম।
2GB এবং 3GB পর্যন্ত RAM এবং 32GB পর্যন্ত স্টোরেজ অপশন থাকছে ফোনটির। এছাড়াও একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ব্যবহারকারীরা।
Topics
Realme Mobile Phone Business Kolkata