Home সংবাদসিটি টকস KK Death:খুনের হুমকি গায়ক রূপঙ্কর ও তার স্ত্রীকে, পুলিশের দ্বারস্থ দম্পতি

KK Death:খুনের হুমকি গায়ক রূপঙ্কর ও তার স্ত্রীকে, পুলিশের দ্বারস্থ দম্পতি

by Kolkata Today
কলকাতা টুডে ব্যুরো:কেকের প্রয়াণের আগেই ভিডিও পোস্ট করে সমলাচনায় জড়ান সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। গায়কের মৃত্যুর পরে সমালোচনা কটাক্ষে বদলে যায়। তুমুলভাবে ট্রোলের পর এবার খুনের হুমকি অনুরাগীদের। নিরাপত্তার দাবিতে থানায় রূপঙ্কর ও স্ত্রী চৈতালী বাগচী।
“আমরা সবাই কে কে’র থেকে ভালো গান গাই”, “আমাদের নিয়ে কেন এত উত্তেজনা প্রকাশ করেননা বলুন তো” শুধু তাই নয় “who is KK man ? We are better than any k”  কলকাতায় কেকের অনুষ্ঠানের আগে এমনই একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক রুপঙ্কর। তাঁর এই বক্তব্যকে তীব্র সমালোচনা করেছিলেন অনুরাগীরা তবে মৃত্যুর পর সেটি কটাক্ষের রূপে পরিণত হয়।
গায়ক এবং তার স্ত্রীর অভিযোগে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে সেই কারণেই নিজেদের রক্ষার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।যদিও পরে ওই ভিডিও ফেসবুক থেকে ডিলিট করে দেন রূপঙ্কর। কিন্তু তা সত্বেও কমেনি কটুক্তি,উলটে বেড়েছে। কটাক্ষ বদলে এখন খুনের হুমকি বাড়ছে। সেই অভিযোগ নিয়েই এ বার থানায় যাচ্ছেন রূপঙ্কর বাগচী ও তাঁর স্ত্রী চৈতালী।

Related Articles

Leave a Comment