Home সংবাদবর্তমান আপডেট Raj Chakraborty | রাজের ছবিতে মিঠুন-ঋত্বিক জুটি!

Raj Chakraborty | রাজের ছবিতে মিঠুন-ঋত্বিক জুটি!

by Web Desk
Raj Chakraborty| রাজের ছবিতে মিঠুন-ঋত্বিক জুটি!

জন্মদিন উদযাপনের পর, পরিচালক রাজ চক্রবর্তী

জন্মদিন উদযাপনের পর, পরিচালক রাজ চক্রবর্তী তার নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করেছেন।  মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন রাজ সে কথা আগেই জানা গিয়েছিল। ছবির চিত্রনাট্য নিয়ে মিঠুনের সঙ্গে আলোচনও হয়েছে রাজের। তবে সমস্যা ছিল অন্য জায়গায় ,ছবির জন্য দ্বিতীয় অভিনেতার খোঁজে ছিলেন রাজ।  সূত্রের খবর, অবশেষে অভিনেতার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

শুরুতে টলিউডে গুঞ্জন ছড়িয়ে ছিল যে রাজ মিঠুনকে নিয়ে অ্যাকশন ছবি বানাতে চলেছেন যা একবারেই গুঞ্জন। তবে ইতিমধ্যেই জানা যাচ্ছে, ছবিটিতে রয়েছে পরিবারের গল্প। পিতা ও পুত্রের সম্পর্কের উপর ভিত্তি করে তৈরী হবে এই ছবি। যেখানে পিতার ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন।  অন্যদিকে ছেলের চরিত্রে রাজের পছন্দ ঋত্বিক চক্রবর্তী। পরিচালক এই ভূমিকার জন্য অনেক অভিনেতার সাথে কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত, ঋত্বিককেই  এই চরিত্রের জন্য বেছে নিয়েছেন পরিচালক।

আসন্ন লোকসভা নির্বাচনের কাজে যুক্ত থাকায় মার্চের শুরুতেই শুটিং শুরু

এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।  তবে শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনের কাজে যুক্ত থাকায় মার্চের শুরুতেই শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ।  সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ।

বর্তমানে, রাজ আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গাঙ্গুলী অভিনীত ‘বাবলি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত, কিছু শুটিং এখনও বাকি ।  এদিকে মিঠুন বর্তমানে, ‘শাস্ত্রী’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত।  ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে এই মাসের মধ্যেই ,তারপরেই  মিঠুন ও ঋত্বিক রাজের ছবির শুটিং শুরু করবেন। এর আগে ‘প্রজাপতি’ ছবিতে বাবার ভূমিকায় দেখা গেছিলো মিঠুন কে ।” প্রজাপতি ” ছবিতে বাবা-ছেলের জুটিটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। তবে এবার , রাজের নির্দেশনায় মিঠুন-ঋত্বিক জুটি কী চমক নিয়ে আসে সেটাই দেখার বিষয়।

Related Articles

Leave a Comment