Home সংবাদসিটি টকস ‘সরকারের একটাই পথ হচ্ছে অনুদান নির্ভর রাজনীতির পথ’ : শমীক

‘সরকারের একটাই পথ হচ্ছে অনুদান নির্ভর রাজনীতির পথ’ : শমীক

রাজ্য অনেকদিন আগেই লক্ষ্মীছাড়া হয়ে গেছে। এখন লক্ষ্মীর ভান্ডার টিকে আছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্য অনেকদিন আগেই লক্ষ্মীছাড়া হয়ে গেছে। এখন লক্ষ্মীর ভান্ডার টিকে আছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি রাজ্য সরকারের দেউলিয়াপনাকে ইঙ্গিত করে বলেন, “হসপিটালে জীবন দায়ী ওষুধ নেই, বাধ-রাস্তা মেরামতির পয়সা নেই, মিউনিসিপালিটি কর্পোরেশনের কাছে টাকা নেই, ডেঙ্গু প্রতিরোধ করার জন্য উপযুক্ত পরিকাঠামো নেই, স্কুল-কলেজে চাকরি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের একটাই পথ হচ্ছে অনুদান নির্ভর রাজনীতির পথ। সেই টাকাটা কতদিন জোগাড় করতে পারবেন সেইটা নিয়েও তাদের মনের মধ্যে সংশয় আছে। কারণ এখন ওই লক্ষীর ভান্ডারই চলবে। আর লক্ষ্মীর যারা সন্তান থাকবেন তারা ঐ ধর্মতলায় গিয়ে ঘাসের উপর বসে থেকে আন্দোলন করতে হবে। আর কিছু না হলে পুলিশের কামড় খেতে হবে।”

পাশাপাশি তিনি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গকে খোঁচা দিয়ে বলেন, “তৃণমূল নেতৃত্ব গ্রামে গ্রামে যাচ্ছে যান এতো ভালো জিনিস। অভাব অভিযোগ শুনুন সাধারণ মানুষের। তবে আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। কারণ এখন যে পরিস্থিতি, শিশুরা বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে, কিশোরদের দিকে বোমা ছুটছে। আর তৃণমূলের দুই পক্ষ এত অস্ত্র ভান্ডার করেছে তাদের সামনে যদি ছোড়া-ছুরি শুরু হয়ে যায় তার থেকে যেন অক্ষত থাকেন এটাই আমাদের কামনা।”

Related Articles

Leave a Comment