Home সংবাদবর্তমান আপডেট Sandeshkhali News: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত রাইসিনা হিলসে রিপোর্ট জমা এসসি কমিশনের

Sandeshkhali News: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত রাইসিনা হিলসে রিপোর্ট জমা এসসি কমিশনের

by Web Desk
Sandeshkhali News: সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত রাইসিনা হিলসে রিপোর্ট জমা এসসি কমিশনের

রাষ্ট্রপতির শাসন জারি করার সিদ্ধান্ত

সন্দেশখালির পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করার সিদ্ধান্ত।  শুক্রবার রাইসিনা হিলসে সন্দেশখালির রিপোর্ট জমা দিয়ে এমনই  জানালেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। সেই রিপোর্টে একগুচ্ছ অভিযোগ তুলেছে এসসি কমিশন। সন্দেশখালির পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ অরুণ হালদারের। এই সবকিছুর উপর ভিত্তি করেই তাঁর দাবি, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নইলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার সন্দেশখালির পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তবে সেখান থেকে নানা তথ্য সংগ্রহ করেন অরুণ হালদারের নেতৃত্বাধীন দলটি। তখনই জানানো হয়েছিল, এসসি কমিশন  এবিষয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবে। ঠিক সেই নিয়ম মেনেই শুক্রবার সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতির দরবারে যান অরুণ হালদার। দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) কাছে রিপোর্ট দিয়ে তাঁর আবেদন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হোক।

চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি

পরে কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”আমরা যখন সন্দেশখালিতে যাই, তখন শেখ শাহজাহানের (Shahjahan Sheikh) দলবদল আমাদের উপর হামলা চালায়, ভয়াবহ পরিবেশ তৈরি করে। স্থানীয় লোকজন আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। বলছেন, আমরা ফিরে এলেই তাঁদের উপর শাহজাহান বাহিনী হামলা করবে। আমরা সন্দেশখালি থানাতেও যাই। কিন্তু পুলিশ আমাদের সঙ্গে কথাই বলেনি। এসব দেখেশুনে সংবিধানের ৩৩৮ ধারা অনুযায়ী আমাদের দাবি, সেখানে তপসিলি জাতি ও উপজাতির সুরক্ষা বিঘ্নিত হচ্ছে এবং তা হচ্ছে শাসকদলের মদতে। তাই সেখানে রাষ্ট্রপতি শাসন জারির দাবি করছি।”

Related Articles

Leave a Comment