Home সংবাদবর্তমান ঘটনা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা মলোকাই চ্যানেল জয় বাঙালি কন্যার

এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা মলোকাই চ্যানেল জয় বাঙালি কন্যার

by Kolkata Today

ঐতিহাসিক জয় বাঙালি কন্যার, এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন

 
শুধু ভারতবর্ষ নয় এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস তৈরি করলো পূর্ব বর্ধমান জেলার কালনার সায়নী দাস (Sayani Das) |

মার্কিন মুলুকের মালোকাই চ্যানেল অতিক্রম করে রেকর্ড গড়লেন পূর্ব  বর্ধমানের কালনার জলকন্যা সায়নি দাস। শুধু ভারতের নয়, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে মালোকাই চ্যানেল জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সায়নি। 
 
ভারতীয় সময় অনুযায়ী আজ সকালে মালোকাই চ্যানেল অতিক্রম করে সেখানে তিনি দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ২৬ মাইল দীর্ঘ এবং প্রায় আড়াই হাজার ফুট গভীরতা বিশিষ্ট মালোকাই চ্যানেলে রয়েছে ভয়াল হাঙরের আক্রমণ। সব প্রতিকূলতাকে অতিক্রম করে তাঁর এই সাফল্যে খুশী সকলেই ।
 
 
 
বাংলার মহিলা সাঁতারু সায়নী দাস এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে রেকর্ড গড়লেন মার্কিন মুলুকের মলোকাই চ্যানেল পার হয়ে। মলোকাই চ্যানেল (Molokai Channel) জয়ের পর সেখানেই ভারতের জাতীয় পতাকা তুলে ধরেন সায়নী ।
 
 
 
রটনেস্ট চ্যানেল ২০১৬ ও ক্যাটলিনা চ্যানেল ২০১৯ জয়ের আগে ২০১৬ সালে সায়নী ইংলিশ চ্যানেল জয় করেন। এ বার ২০২২ সায়নী মলোকাই চ্যানেল জয় করে ইতিহাস সৃষ্টি করলেন। মহিলা সাঁতারু হিসাবে সায়নী এই নিয়ে চারটি চ্যানেল জয়ের দৃষ্টান্ত তৈরি করলেন। শুক্রবার সকাল ৮টা নাগাদ এক সংবাদমাধ্যমকে একথা জানান সাতারুর বাবা ও কোচ রাধেশ্যাম দাস।

মেয়ের এই ঐতিহাসিক জয় নিয়ে তার বাবা রাধেশ্যাম দাস জানান, মলোকাই চ্যানেল জয়ের স্বপ্ন নিয়ে সায়নী  টানা দু’বছর কঠিন অনুশীলন করেছেন। ২৯ মার্চ মার্কিন মুলুকে পা রেখেছিলেন সায়নী। প্রথম দু’সপ্তাহের মধ্যে মলোকাইয়ের জলে নামার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ৩৫-৪৫ কিমি ছিল।। যা মলোকাইয়ের জলে নামার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। প্রতি ঘণ্টায় ২০-২৮ কিমির মধ্যে এলেই জলে নামাটা সম্ভব হবে। ঢেউ ছিল দু’মিটারের উপরে। রয়েছে কারেন্টও। অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই বেশি।
 
আরও পড়ুনঃ ’ওদের কী বাপের টাকা !’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ দিলিপ ঘোষের
 
রাধেশ্যাম বাবু আরও জানান, ‘প্রতিকূল আবহাওয়ায় জলে সায়নী নামতে না পারলেও অনুশীলন বন্ধ করেনি। আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে টানা বাইশ দিন সায়নী কঠিন অনুশীলনে চালিয়ে গিয়েছে।’ অবশেষে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলে ২৮ এপ্রিল ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ সায়নী মলোকাইয়ের জলে নামেন। তার পর টানা ১৯ ঘণ্টার বেশি সাঁতার কেটে মলোকাই চ্যানেল  জয় করেন।
 

Related Articles