Home সংবাদবর্তমান আপডেট ‘আমি বাংলাতেই আছি,’বললেন দিলীপ

‘আমি বাংলাতেই আছি,’বললেন দিলীপ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এবার ৮ রাজ্যের দায়িত্ব দেওয়া হল দিলীপ ঘোষকে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান, মণিপুর, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ডে বিজেপি সংগঠন বাড়ানো দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। ফলে বাংলার রাজনীতি থেকে দিলীপকে সরিয়ে দেওয়া হল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ দিলীপ। ইতিমধ্যেই এই প্রসঙ্গ নিয়ে দিলীপ কে খোঁচা দিয়েছেন তথাগত রায়।

দিলীপ ঘোষ বলেন, ” যখন সর্বভারতীয় দায়িত্ব দেওয়া হয় আমাদের দলে, তাঁকে রাজ্যের বাইরেও কাজ দেওয়া হয়। সেটা পর্যবেক্ষকের কাজ হোক কিংবা অন্য কোন কাজের জন্য। এখানকার যাঁরা কমিটিতে রয়েছেন, তাঁরা বাংলার কাজ সামলাবেন। আমি একজন এমপি হিসাবে এখানকার কর্মী হিসাবে নিজের এলাকায় কাজ করব। কমিটি যেরকম বলবে সেরকম কাজ করব। বাকি আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তূতি হিসাবে যে যে বুথে আমরা হেরেছি, সেইসব এলাকায় কী করে জেতা যায়, তার জন্য একটা পরিকল্পনা হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা পাঁচজনের সর্বভারতীয় কমিটি করা হয়েছে। তার কনভেনার হচ্ছেন উড়িষ্যার। আমি কো- কনভেনার। এই সমস্ত ৩৭ টি রাজ্য আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে আটটি রাজ্য আমার।”

সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‌এটা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। আমি বাংলাতেই আছি। বাংলার যেখানে খুশি যাব। আমাকে কে আটকাবে? দিল্লি থেকে ফিরেই আমার একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গেও যাব।’ এই মন্তব্য কার্যত হুঁশিয়ারি হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Topics

Dilip Ghosh BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment