শেষ পর্যন্ত বৃষ্টির দেখা পেয়েছে বাংলার মানুষ। মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে অনেকটাই দুর্বল,দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবেউত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে গোটা উত্তরবঙ্গ ঝমঝম করে বৃষ্টি হয়ে গিয়েছে। এরপর পালা দক্ষিণবঙ্গের। তবে, পশ্চিম গাঙ্গেয় অঞ্চলে যারা বসবাস করেন তারা গরমে নাজেহাল।
ভ্যাপসা গরমের যন্ত্রণায় প্রায় সকলেই চাতক পাখির মতো আকাশের দিকে চেয়ে ছিল। একটা আর্জি একটু বৃষ্টি হোক। সেই বৃষ্টি বাবাজি কথা রেখেছে। টুপটাপ ঝুপঝাপ বৃষ্টির দেখা মিলেছে। গোটা বাংলা জুড়েই খণ্ড খণ্ড মেঘ উড়ে যাচ্ছে আর এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। চলুন দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস নিয়ে আজ কি জানিয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷ সঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া। এছাড়াও দক্ষিণবঙ্গে আজ সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ অঙ্কিতার বদলে ববিতা নির্দশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা সহ তার আশেপাশের অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এমনকি হতে পারে ঝড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ। এই সময় সমুদ্র উপকূলে না যাওয়াই ভালো। যারা নদীর আশেপাশে বসবাস করেন তাদের জন্যেই সাবধান বার্তা দিয়েছে আলিপুর হওয়া অফিস।