বিশ্বরেকর্ড গড়ল ভারত
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের জয়। দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল মাত্র দেড় দিনেই। এ দিন ৭৯ রান তুলে জিতে যায় ভারত। বিশ্বরেকর্ড গড়ল ভারত। জানা যাচ্ছে এমন কোনও ম্যাচ বলের নিরিখে সবচেয়ে কম সময়ে শেষ হল। ভেঙে গেল ৯২ বছর পুরনো রেকর্ড।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ হয়েছে মাত্র ১০৭ ওভারে। অর্থাৎ ৬৪২টি বল খেলা হয়েছে। এর আগের রেকর্ড তৈরি হয়েছিল ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১০৯.২ ওভার বা ৬৫৬ বলে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ডের ম্যাচ। ১৯৩৫ সালে সেই ম্যাচটি টিকেছিল ১১২ ওভার বা ৬৭২ বল।
মহম্মদ সিরাজের ৬ উইকেটের দাপটে ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা
টেস্টের প্রথম দিন ছিল বুধবার যাতে পড়ে গিয়েছিল ২৩টি উইকেট। মহম্মদ সিরাজের ৬ উইকেটের দাপটে ৫৫ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও ১৫৩ রানে অলআউট হয়ে যায়। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে দক্ষিণ আফ্রিকারও তিনটি উইকেট পড়ে যায়। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সাতটি উইকেট পরে। তার পরে রান তাড়া করতে নেমে ভারত রান তুলে নেয় ৩ উইকেট হারিয়ে।